বৃত্তান্ত
আপনি কি পর্ণ আসক্ত? কোনোভাবেই নীল পর্দার করাল গ্রাস থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না?
শুরুতেই এরকম প্রশ্নে কিছুটা ভড়কে যাওয়া অমূলক নয়। বলছি লস্ট মডেস্টির অন্যতম সেরা কাজ ‘মুক্ত বাতাসের খোঁজে’ বইটি নিয়ে।
আমরাই বোধহয় জীবনের অনাবিল আনন্দ নিয়ে বেড়ে ওঠা সর্বশেষ জেনারেশন এবং অতিদ্রুত সময়ের ফাঁদে পড়ে বিগড়ে যাওয়া প্রজন্মও।
কারণ? খুবই স্পষ্ট। ইন্টারনেট এবং ইন্টারনেটে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা কামোত্তেজক কন্টেন্ট। স্পষ্ট করেই বলি। পর্ণ। যা মানুষের মস্তিষ্কের গঠনশৈলীর বোল পালটে দেয়ার জন্য ভূমিকা পালনে অব্যর্থ। অবাক হচ্ছেন নিশ্চই? হ্যাঁ আরো ভুঁড়ি ভুঁড়ি অবাক করা তথ্য ও পরিসংখ্যান পাবেন বইয়ের প্রত্যেকটি পাতায়। চাইলে প্রত্যেকটা লিংক চেক করে দেখতে পারেন গুগোল ইউটিউবে।
পর্ণ। মাত্র দুই অক্ষরের একটি শব্দ। কিন্তু এই পর্ণের করাল গ্রাস থেকে মুক্তি পাওয়া যেন একপ্রকার অসাধ্য রকমের কাজ। আর এই অসাধ্য কাজটিকে অত্যন্ত স্বাভাবিকভাবে ও সাবলীলভাবে সমাধা করেছেন লস্ট মডেস্টির সম্পূর্ণ টীম। পর্ণগ্রাফি কিভাবে মানসিক ও শারীরিক বিকারগ্রস্ততা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে এবং এর ভয়াবহতা ব্যক্তিজীবনকে কতটা দুর্বিষহ করে তুলতে পারে তার স্বপক্ষে বিজ্ঞান এবং কোরান-হাদিস উভয়ের রেফারেন্সসহ বর্ণন করেছেন সুচারুরূপে।
এই বইয়ের সবচেয়ে অবাক করা অংশটা হলো কিভাবে ‘অর্থনীতি’ পর্ণ ইন্ডাস্ট্রির সাথে মিলে সহজ সমীকরণ জটিল করে তুলছে, এক্স রেটেড ওয়েবসাইটগুলো কিভাবে কাজ করছে এবং নীল পর্দার সাবেকী অভিনেতা অভিনেত্রীদের বাস্তবিক অভিজ্ঞতা ও অন্ধকারময় গল্পগুলো সম্পর্কে যথেষ্ট আলোকপাত করা হয়েছে। তাছাড়াও বিজ্ঞান এবং সাইকোলজির বিভিন্ন তত্ত্ব ও এর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নিয়েও আলোচনা করা হয়েছে।
পর্ণগ্রাফি আসক্ত ব্যক্তি কিভাবে ঘরকুনো, হতাশাগ্রস্ত, বিষণ্ণতায় নিমজ্জিত হয় এবং কিভাবে পর্ণগ্রাফি তার জীবনকে বিষিয়ে দিয়ে ভবিষ্যতকে অন্ধকার করে অপূরণীয় ক্ষতিসাধন করে – এই বইটি তার দর্পণস্বরূপ। মানুষের দৈহিক কামনা লালসা চরিতার্থ করবার তথা বিকৃত যৌনাচার শিক্ষার এই মাধ্যমকে সর্বাত্মক নিরুৎসাহিত করা হয়েছে এই বইটিতে।
পর্ণগ্রাফি এবং হস্তমৈথুন একপ্রকার ইনফিনিট লুপ তৈরি করে যার জালে আটকে যায় শত সহস্র যুবক যুবতীর তরতাজা প্রাণ। স্মার্টফোন এবং ইন্টারনেটের সহজপ্রাপ্যতা বর্তমান প্রযুক্তির যুগে এই নীল মহামারী ছড়িয়ে দিচ্ছে বিশ্বের প্রায় সকল দেশে। বর্তমান ইয়াং জেনারেশনের অন্তরে রোপন করছে বিষাক্ত বিষবৃক্ষ।
এই নীল জগতের মহামারীর বিপক্ষে লড়ে যাওয়া অকুতোভয় বীর সন্তানদের প্রতি জানাই আকণ্ঠ শ্রদ্ধা। তাই কালক্ষেপণ না করে এক্ষুনি পড়ে ফেলুন ‘মুক্ত বাতাসের খোঁজে’ এবং আবিষ্কার করুন এক নতুন পৃথিবী।
মতামত
4
Rated 4 out of 5
1 review
Rated 5 out of 5
0
Rated 4 out of 5
1
Rated 3 out of 5
0
Rated 2 out of 5
0
Rated 1 out of 5
0
1 review for মুক্ত বাতাসের খোঁজে
Clear filters
Add a review Cancel reply
Morsedul alam –
Just amazing