বৃত্তান্ত
শ্রী দেবেশ চন্দ্র সান্যাল। জন্ম ২৬ নভেম্বর’১৯৫৪ রতন কান্দি গ্রামে। পিতৃদেব: দ্বিজেন্দ্র নাথ সান্যাল। মাতৃদেবী-নিলীমা রানী সান্যাল। গ্রাম ও ডাকঘর- রতন কান্দি, ইউনিয়ন হাবিবুল্লাহ নগর, উপজেলা: শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ। বি.কম. ও সংস্কৃতে উপাধি (কাব্যতীর্থ)। ঢাকা বিশ^বিদ্যালয়ে এম.কম (মার্কেটিং)-এ অধ্যয়ন সময়ে সোনালী ব্যাংকে চাকরি হয়। লেখা-পড়া বাদ দিয়ে ২২-০৯-১৯৮০ তারিখে সোনালী ব্যাংকের চাকরিতে যোগদান। ৩৮ বছর ৪ দিন সোনালী ব্যাংকে চাকরি। ইহার মধ্যে তিনটি উপজলা শাখা সহ ৫টি শাখায় ১০ বছর ৯ মাস ৩ দিন ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন। ২৫-০৯-২০১৮ তে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে অবসর গ্রহন। ছোট বেলা থেকে ঝোঁক ধর্ম, খেলাধুলা, লেখালেখি ও সংস্কৃতির প্রতি। নানা সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে জড়িত। কিশোর বয়সে বাড়ির কাউকে না জানিয়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে যোগদান। সহধর্মিনী নিভারানী সান্যাল। তিন সন্তানের জনক (১) চন্দনা সান্যাল, (২) উত্তম কুমার সান্যাল (৩) বন্দনা সান্যাল। বর্তমানে দৈনিক বাংলা-৭১ ও উত্তরাধিকার-৭১ নিউজ এর উল্লাপাড়া প্রতিনিধি/ সংবাদ দাতা। অবসর সময়ে ধর্ম, মুক্তিযুদ্ধ বিষয়ক ও সমকালীন বিষয় নিয়ে লেখা-লেখি।

দেবেশ চন্দ্র সান্যাল –
ধন্যবাদ ও কৃতজ্ঞতা