বৃত্তান্ত
সাদাসিধে নির্ঝঞ্ঝাট এক গ্রাম, যেখানে কারোর ঘটি পর্যন্ত চুরি হয়নি কখনো— সেখানেই এক মাঝরাতে ঘটে গেল নির্মম এক খুনের ঘটনা। সে খুনের কথা লোকে জানতে পারল সাত দিন পর- যখন গাঙ্গুলিমশাইয়ের লাশটা পচে গলে গন্ধ ছড়াতে শুরু করেছে! তাই সাক্ষ্য প্রমাণের অবস্থা বলাই বাহুল্য!
এমন খুনের কূলকিনারা করার দায়িত্ব যে পড়বে আমাদের শিক্ষানবিশ গোয়েন্দা সুশীলের কাঁধে, তা তো সে গাঙ্গুলিবাবুর সাথে খুনের হপ্তাখানেক আগে যখন দেখা হয়েছিল তখন ভাবতেও পারেনি। কিন্তু কী আর করা! মামার কঠিন চ্যালেঞ্জ— প্রমাণ করতে হবে, নিবারণ সোমের কেমন যোগ্য ছাত্র হয়েছে সে। তাই অন্ধকারেই রহস্য সমাধার পথে নামতে হল। কয়েকটি অচেনা হাতের লেখা, শ্যাওড়াগাছের একখানা মোচড়ানো ডাল আর গুরুর কৃপায় উন্মীলিত তৃতীয় নয়ন- মানে সতর্ক দৃষ্টি আর কি— এ কটাই তার সম্বল! সেই তৃতীয় চোখ তাকে জুটিয়ে দিল এক অদ্ভুত কাঠের ফলক— মিসমিদের কবচ। সেই কবচই শেষ পর্যন্ত খুনিকে সবার সামনে নিয়ে এলো।
Reviews
Clear filtersThere are no reviews yet.